সমাজের আলো: যেভাবে দেশে ফিরল দুবাই মর্গে ২৮ দিন পড়ে থাকা প্রবাসীর মরদেহ আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে প্রায় এক মাস ধরে পড়ে ছিল নারায়ণগঞ্জের বাসিন্দা প্রবাসী মনির হোসেনের (৪৫) মরদেহ। একে তো স্বামী হারানোর শোক তার উপর অর্থের অভাবে স্বামীর মরদেহ আনতে পারছিলেন না মনির হোসেনের স্ত্রী ঝর্না বেগম। মরদেহ দেশে আনতে স্বামীকে এক নজর দেখতে অনেকের কাছে সাহায্যের জন্য হাত পেতেছিলেন। উপায় না পেয়ে শেষ বারের মতো দেখার আশাও ছেড়ে দিয়েছিলেন স্ত্রী ঝর্না। দুবাইয়ের মাটিতেই স্বামীকে দাফন করার জন্য প্রবাসী কল্যাণ পরিষদকে সিদ্ধান্ত জানিয়েও দিয়েছিলেন। তবে স্বামীকে এক নজর দেখার আশা শেষ পর্যন্ত পূরণ হয়েছে ঝর্নার। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান লিপি ও শ্যালক তানভীর আহাম্মেদ টিটুর আর্থিক সহযোগিতায় দীর্ঘ ২৮ দিন পর দেশে ফিরেছে প্রবাসী মনির হোসেনের মরদেহ। জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি হরিহরপড়া এলাকায় মা, স্ত্রী, এক কন্যা সন্তান ও এক বোনকে নিয়ে ছিল সিএনজি চালক মো. মনির হোসেন (৪৫) সংসার।

