সমাজের আলো : করোনাকালে চলমান লকডাউনের ভিতর রাতের আঁধারে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের দোরগোড়ায় নিত্য খাদ্যপন্য চাল, ডাল, আলু, পেয়াজসহ স্বাস্থ্য উপকরণ পৌঁছে দিচ্ছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মানবিক খাদ্য সহায়তা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। ৩০ এপ্রিল শুক্রবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় প্রায় প্রতি রাতেই সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জননেত্রী শেখ হাসিনার এ মানবিক খাদ্য সহায়তা সুষ্ঠুভাবে তুলে দেওয়া হচ্ছে। সরকারের স্বাস্থ্যবিধি ও যথাযথ দূরত্ব মেনে এ মহতী কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন এই কার্যক্রমের উদ্যোক্তা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক আফসার আহমেদ বাবলু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সহ-সভাপতি এ্যাড. সাঈদুজ্জামান জিকো, সাবেক ছাত্রলীগ নেতা মিলন রায়, জাহিদ হোসেন বাপ্পী, সিটি কলেজ ছাত্রলীগ নেতা জুয়েল প্রমুখ।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক