স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির অপজিটে “ক্যাফে ডি-লাই” নামের ফাস্ট ফুডের দোকানে রাতের আঁধারে ভাঙচুর করে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় ঐ দোকানে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণ উদ্যোক্তা মো: আতিকুর রহমান আশিক (২১) বাদী হয়ে শুক্রবার সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরস্থ ক্রিসেন্ট সোসাইটির অপজিটে পাপা মেম্বারের মার্কেটের দ্বিতীয় তলায় আশিক তার ফাস্ট ফুডের দোকান বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রতি দিনের ন্যায় রাতে বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে আশিকের প্রতিষ্ঠানের নিচ তলার সেলুনের দোকানদার মোবাইল ফোনে আশিককে জানায় যে, তার দোকান ভাংচুর অবস্থায় আছে। এই সংবাদ শুনে আশিক বাড়ী থেকে দোকানে গিয়ে দেখে যে, দোকানের গ্লাস, চেয়ার, টেবিল ভাংচুর করা, ক্যাশ বাক্সে থাকা নগদ ৯ হাজার ২০০ টাকাও নেই। অনুমান করা হচ্ছে রাতের কোন এক সময় চোরেরা দোকানের গ্লাস ভাঙচুর করে ভিতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
তরুণ উদ্যোক্তা আতিকুর রহমান আশিক বলেন, প্রতিষ্ঠানটি নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, অনেক কষ্ট করে এই ব্যবসা গড়ে তুলেছিলাম। কিন্তু চোররা আমার সর্বনাশ করেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত উপায়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

