সমাজের আলো। ।ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জামানের বাড়িতে গতকাল শনিবার রাতে হামলা হয়েছে। উত্তরার কামারপাড়ার রানাভোলায় অবস্থিত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নেতাকর্মীদের ওপর ফের এ ধরনের হামলা হলে প্রয়োজনে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর। হামলা হওয়া নেতার বাড়ির সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, গতকাল শনিবার রাত ১টার দিকে একদল যুবক মোটরসাইকেল থেকে নেমে ওই বাড়ি লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও বাড়ির মূল ফটকে কাঠ ছুঁড়ে মারছেন। মোস্তফা জামান ওই বাড়িতে বসবাস না করলেও তার মা সেখানে থাকেন বলে জানিয়েছেন তুরাগ থানা বিএনপির সভাপতি আমান।
