সমাজের আলো : রাশিয়ার বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। দেশটির বড় কয়েকটি ব্যাংকের সঙ্গে আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থা সুইফটের কার্যক্রম বন্ধ হতে পারে। এ বিষয়ে মত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র দেশগুলো। এটি কার্যকর হলে বিভিন্ন দেশের সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়বে রাশিয়া। এর ফলে রাশিয়ার সঙ্গে আমদানি-রপ্তানিসহ আর্থিক লেনদেনে সমস্যায় পড়তে পারে বাংলাদেশও। কারণ, বাংলাদেশ রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন সুইফটের মাধ্যমেই করে থাকে। রাশিয়ায় সুইফট বন্ধ হলে বাংলাদেশের কোনো ব্যাংক রাশিয়ার ব্যাংকগুলোর সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে না। আবার রাশিয়ার ব্যাংকগুলোর পেমেন্ট বাংলাদেশ নিতে পারবে না।
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ও ইউক্রেন থেকে বাংলাদেশে নিয়মিত বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্যের মধ্যে গমের চাহিদার এক-তৃতীয়াংশ আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। ভুট্টার ২০ শতাংশ আসে এই দু’টি দেশ থেকে। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানির নতুন বাজার হিসেবেও বিবেচনা করা হচ্ছে রাশিয়াকে। এ অবস্থায় সুইফট বন্ধ হলে ব্যবসা-বাণিজ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ। এ ছাড়া দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজ করছে রাশিয়া। এই কেন্দ্রে এক লাখ কোটি টাকার বেশি ব্যয় হবে। প্রকল্পের বিভিন্ন কাঁচামালও আসছে রাশিয়া থেকে। রাশিয়ায় আর্থিক ঝুঁকি তৈরি হলে এই প্রকল্পও সমস্যায় পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সহজভাবে পরিচালনায় ব্যাংকগুলো দ্রুত এবং নিরাপদে বৈশ্বিক লেনদেন করে থাকে। বাংলাদেশের সঙ্গেও রাশিয়ার আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম সুইফট। ফলে সুইফট রাশিয়ার ব্যাংকগুলোর সঙ্গে তাদের কার্যক্রম বন্ধ করলে ব্যবসা-বাণিজ্যে বিশেষ করে আমদানিতে বড় সমস্যায় পড়বে বাংলাদেশ।

