সমাজের আলো : রাশিয়ার ‘মাতৃভূমির রক্ষক’ দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারও কাছে নেই। বুধবার এক বার্তায় তিনি বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত যেটার অস্তিত্ব এর আগে পৃথিবীতে ছিল না এবং এ ধরণের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই।দেশটিতে প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি ‘মাতৃভূমির রক্ষক’ দিবস পালিত হয়। এ উপলক্ষে এক বার্তায় পুতিন আরও বলেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সব সময় চেষ্টা করে যাচ্ছে।

