হাফিজুর রহমান শিমুলঃ মহামান্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় কালিগঞ্জের কৃতি সন্তান, রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদকে সংবর্ধনা প্রদান করলেন কালিগঞ্জ প্রেসক্লাব। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৩ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মাননা স্মারক, উত্তরীয় ও প্রেসক্লাবের লোগো খচিত মগ্ প্রদান করা হয়। জানাগেছে, বাংলাদেশ পুলিশে চাকুরির সুবাদে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান রাষ্ট্রপতি পুলিশ পদক -২০২৪ (পিপিএম) পাওয়ায় রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ ও তার সহধর্মিণী মিসেস হালিমা আক্তার শিরিণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, প্রেসক্লাবের সিনিঃ সদস্য সাবেক মেম্বর আব্দুল লতিফ মোড়ল, টিএম আব্দুল জব্বার, জাহাঙ্গীর হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, নির্বাহী সদস্য জি এম সাগর হোসেন, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন, সাংবাদিক ইমরান আলী ও কাজী রাফাত প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *