সমাজের আলো।। আসন্ন রাসপূজা ও রাসমেলা উপলক্ষে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। সোমবার (২৭ অক্টোবর) থেকে আগামী ৫ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রতি বছর কার্তিক মাসে দুবলার চর ও আশপাশের চরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী রাসপূজা ও রাসমেলা। এ সময় হাজারো তীর্থযাত্রী ও পর্যটকের আগমনে বনের অভ্যন্তরে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। তাই উৎসবকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) বলেন, “রাস পূজার সময় কোনো জেলে বা বাওয়ালি সুন্দরবনে প্রবেশ করতে পারবে না। ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পাস ইস্যু বন্ধ থাকবে।”
নিষেধাজ্ঞায় জেলে-বাওয়ালিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নিলডুমুর এলাকার জেলে বাবুল আক্তার বলেন, “এই সময়টাই মাছ ধরার মৌসুম। এক সপ্তাহ পাস বন্ধ থাকায় জীবিকা নির্বাহে সমস্যা হবে।”
তবে বন বিভাগ জানিয়েছে, এটি সাময়িক পদক্ষেপ। রাসপূজা শেষ হলে স্বাভাবিকভাবে পাস ইস্যু কার্যক্রম পুনরায় চালু করা হবে।
ং

