ইযারব হোসেন: রাস্তার গম চুরি করে বিক্রি করার সময় পুলিশ ধরেল। সেই গম আমাগির দিতে।শুনলা সাতক্ষীরা থেকে বড় পুলিশ এসে আমাগে গম দে। যাক নোকে না খেয়ে গরীব খাবেন ।গম পেয়ে এ ভাবে কথা বলছিলেন গাবুরার রহিমা খাতুন (৬০}।
প্রসঙ্গত শ্যামনগর উপজেলার কাঁচা রাস্তা সংস্কার এর জন্য গম বরাদ্দ দেওয়া হয়। ওই গমসহ ৪৮ টন গম কালো বাজারে বিক্রির জন্যে কালিগঞ্জ উপজেলার গফ্ফারের মিলে নামানোর সময় পুলিশ আটক করে । এ ঘটনায় মামলা হয়। পরবর্তী কালীন সময়ে অসহায় দূরর্দশাগ্রস্থদের মাঝে সরকারী গম উদ্ধার পূর্বক বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী ৪৮ টন গম বিতরণ করা হচ্ছে । এরই অংশ হিসেবে শ্যামনগরের গাবুরা ইউনিয়নসহ বিভিন্ন দূর্গম পল্লিতে অসহায় মানুষের মধ্যে গম বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান পিপিএম(বার), পুলিশ সুপার, সাতক্ষীরা । তালিকা অনুযায়ী গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নে একহাজার পরিবারের মাঝে ১৪ কেজি হারে বিতরণ করা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশনা শতভাগ স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করা হবে।

