তালা প্রতিনিধি : বিষপানে আত্মহত্যা করেছেন তালায় সাহেব আলী শেখ (৫০) । তিনি তালা উপজেলার ঘোনা গ্রামের মোফাজেল শেখের ছেলে।এলাকাবাসী জানায়, সাহেব আলী দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক বিকারগ্রস্ত ও বিভিন্ন আক্রান্ত ছিলেন।রোববার সন্ধ্যায় বিষপান করলে আত্মীয় স্বজনরা তালা হাসপাতালে নিয়ে আসেন। রাত ১১দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

