নিজস্ব প্রতিনিধি : ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট হয়েছেন মো. মনিরুজ্জামান টিটু এবং ক্লাব সেক্রেটারী হয়েছেন মো. কামরুজ্জামান রাসেল। ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারী হিসেবে সাবেক ক্লাবের প্রেসিডেন্ট আইপিপি রোটাঃ ফারহা দীবা খান সাথী এবং সাবেক সেক্রেটারী আইপিএস রোটাঃ মো. মশিউর রহমান বাবুর নিকট থেকে সংগঠনের সকলের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন তারা। এসময় ২০২৩-২০২৪ বর্ষের রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান টিটু এবং সেক্রেটারী মো. কামরুজ্জামান রাসেলকে রোটারি ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। এসময় নতুন প্রেসিডেন্ট ও ক্লাব সেক্রেটারি সফলভাবে দায়িত্ব পালনের জন্য সংগঠনের ক্লাব সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *