সমাজের আলো।। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা শংকরকাটি এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা।
গতকাল র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এর সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন শংকরকাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি মোঃ রফিক শেখ (৪৮), পিতা: মোঃ রহমতুল্লাহ শেখ, সাং: বালাদিয়াড়, থানা: চারঘাট, রাজশাহীকে গ্রেফতার করেন।
জানা যায়, ২১/১০/২৫ বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে কেন্দ্র করে আসামি সহ অন্যান্য আসামিরা মোস্তফা শেখ, সাং: বালাদিয়াড়, থানা: চারঘাট, রাজশাহীকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর জখম করেন। পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *