সমাজের আলো: করোনাকালে লকডাউনের জেরে ১৭ দিন গনপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন উল্লেখ করে তাদের ত্রান দেওয়ার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল এলাকায় মটর পরিবহন শ্রমিকরা এক মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান। তারা বলেন, টানা ১৭ দিন গাড়ি বন্ধ থাকায় তাদের বাড়ির চুলো জ্বলছে না। তারা সবাই অস্বাভাবিক কষ্টের মধ্যে রয়েছেন এমনকি চিকিৎসার খরচও জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। এসব শ্রমিকদের অনতিবিলম্বে ত্রান দেওয়ার ব্যবস্থার দাবি জানিয়ে তারা বলেন, শ্রমিক সংগঠনের নেতারা প্রতিটি গাড়ি থেকে প্রতিদিন অনেক টাকার চাঁদা আদায় করেন। অথচ শ্রমিকদের এই দুঃসময়ে তারা আমাদের খোঁজখবর নিচ্ছেন না। সাতক্ষীরায় তিন হাজার মটর শ্রমিক এখন বেকার উল্লেখ করে তারা বলেন, লকডাউন চলাকালীন এবং বিশেষ করে যতদিন বাস চলাচল বন্ধ থাকবে ততদিন শ্রমিক সাধারনকে ত্রানসামগ্রী দিতে হবে। ত্রাণের দাবিতে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি। এতে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, সাবেক সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত সহ অনেকেই।

