সমাজের আলো : পুলিশ কর্মকর্তাকে মারধর করে পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের সিএসডি মোড়ে। ওই ব্যবসায়ীর নাম আতিফ আলতাফ (২৮)। তিনি শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনের ছেলে। মারধরের শিকার পুলিশ কর্মকর্তার নাম আতাউর রহমান। তিনি সৈয়দপুর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ থেকে দেশব্যাপী শুরু হওয়া কঠোর লকডাউন উপেক্ষা করে সৈয়দপুরের সেনানিবাস সিএসডি মোড় এলাকায় ব্যক্তিগত গাড়ি চালাচ্ছিলেন আতিফ আলতাফ। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাঁর গতি রোধ করেন। বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ঘটনাস্থলেই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম তাঁকে ৫০০ টাকা জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জরিমানা পরিশোধ না করেই গাড়ি নিয়ে চলে যান আতিফ। গাড়ি নিয়ে প্রায় দেড় কিলোমিটার পথ ধাওয়া করে আতিফকে শহরে বঙ্গবন্ধু সড়কের নেসকো অফিসের কাছে ধরে ফেলে পুলিশ। এ সময় গাড়ি থেকে নেমে কর্তব্যরত পরিদর্শক আতাউর রহমানের গায়ে হাত তোলেন আতিফ। পিটিয়ে তাঁর পোশাক ছিঁড়ে ফেলেন। সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানের সঙ্গে ঘটনাস্থলে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ সময় তাঁর পোশাক ছেঁড়া দেখতে পাওয়া যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *