সমাজের আলো : লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (৫ ফেব্রুয়ারি) মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবন এলাকায় রাজধানী স্কুলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাদের সামনে আনা হবে।মন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ গুম হয় না। কেউ আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে।

