সমাজের আলো : শিক্ষার্থীদের কথার শব্দে ঘুম ভেঙে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ১০ শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ নামের এক শিক্ষক। গতকাল শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গতকাল রাতেই ওই শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। পুলিশ ও শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, করোনার সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে জেলার কে. এ খান হাফেজি মাদ্রাসা চালু রাখা হয়। ওই প্রতিষ্ঠানে লেখাপড়া চালিয়ে আসছিলেন মাদ্রাসাটির একমাত্র শিক্ষক মোহাম্মদ উল্লাহ। শনিবার বিকেলে তিনি মাদ্রাসায় ঘুমিয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। তাদের কথার শব্দে ওই শিক্ষকের ঘুম ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক মোহাম্মদ উল্লাহ কক্ষের দরজা আটকে ১০ শিক্ষার্থীকে বেদম প্রহার করেন। এতে শিক্ষার্থীরা ব্যথায় কান্নাকাটি করতে থাকলে সব শিক্ষার্থীকে কক্ষের মধ্যে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। মারধরের বিষয়টি কাউকে না বলার জন্য সব শিক্ষার্থীকে ভয়ভীতিও দেখানো হয়




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *