সমাজের আলোঃ রাজশাহীতে হেতেমখাঁ বড় মসজিদ এলাকায় গত বুধবার রাতে শরীরে আগুন লাগিয়ে মো. তাজুদ (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন বলেন, তাজুদের বাবা-মা, স্ত্রী-সন্তান কেউ নেই। শুধু এক ভাই আছেন। তাজুদ বাড়িতে একাই থাকতেন। রাতে প্রতিবেশীরা তার শরীরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তারা পানি ঢেলে আগুন নেভান। এরপর দমকল বাহিনীকে খবর দেয়া হলে তারা আশঙ্কাজনক অবস্থায় তাজুদকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রামেকের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়।

