সমাজের আলোঃ স্ত্রীকে শশুরবা‌ড়ি থে‌কে ডে‌কে নি‌য়ে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কে‌টে হত‌্যা ক‌রে‌ছে তার স্বামী। গতকাল মঙ্গলবার রাতে, জেলার রাজারহা‌টের চাকিরপশার ইউনিয়নের নীলেরকুটি চওড়া গ্রামে এ হত‌্যাকান্ড সংঘ‌টিত হয়।

পুলিশ আজ বুধবার সকালে, ওই ঘাতক স্বামী হা‌ফেজ হা‌বিবুর‌কে স্থানীয় একটি বাজার থেকে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর স্ত্রী বিউটিকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রতিবেশীরা জানান, ওই গ্রামের বাশারত উল্লার কন্যা বিউটি বেগম (২৫) এর সাথে ৬ বছর আগে বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট গ্রামের আঃ মতিনের পুত্র হাবিবুর এর বিয়ে হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *