সমাজের আলো : শহরের কদমতলা বাজারে জাহিদ সেনেটারী দোকানের মালামাল চুরির সময় মেহেদী (৩৫) নামের এক চোরকে আটক করেছে জনতা।পরে তাকে পুলিশে সোর্পদ করা হ্য়। শুক্রবার দুপুরের দিকে কদমতলা বাজারের এ ঘটনা ঘটে। কাটিয়া টাউন বাজার এলাকার আব্দুল আজিজের পুত্র মেহেদী হাসান একটি ব্যাটারি চালিত ভ্যান ডেকে নিয়ে ওই দোকানের বাইরে থাকা ঢেউটিন ভ্যানে লোড দিতে থাকে। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ওই তাকে আটক করে রাখে। এরপর স্থানীয় লোকজন সদর থানার পুলিশের সংবাদ দিয়ে তাকে পুলিশের হাতে সোর্পদ করেন। দোকানের মালিক মোস্তফা জানান, এর আগেও কয়েকবার তার দোকানের তালা ভেঙে লক্ষ টাকার মালামাল ও টাকা চুরি হয়েছিল। এদিকে বাজারের সাধারণ ব্যবসায়ীরা জানান, কদমতলা বাজারের বিভিন্ন দোকানে প্রায় সময় চুরি হচ্ছে। ইতোমধ্যে এলাকার কয়েয়টি মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে। লাবসা, কাশেমপুর, কদমতলা, রসুলপুর এলাকায় চুরি উপদ্রব বেড়েছে বলে স্থানীয়রা জানান

