নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে বাদীসহ তিন জন। এসময় তাদের নিকট থেকে সোনার গহনাসহ অর্ধ লক্ষাধিক টাকা ছিনতাই করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা শহরের সীমান্ত (আবাসিক হোটেলের সামনে) সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
কলারোয়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রেখা খাতুন ওরফে রেখা আলমগীর জানান, সম্প্রতি প্রতিবেশী ছামাদ গাজীর ছেলে শরিফুল ইসলাম ওরফে হোসেন আলী গাজীর নামে তিনি একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় তাকেসহ ধানদিয়া গ্রামের বিএনপি নেতা তালা ও কলারোয়া উপজেলার আ.লীগ সরকার পতন আন্দোলনের সমস্বয়ক সিদ্দিকুর রহমানকে আসামী করা হয়। মামলায় হোসেন আলীকে পুলিশ গ্রেপ্তার করে জেলা হজতে প্রেরণ করে। কয়েকদিন আগে হোসেন আলী জেল থেকে জামিতে মুক্তি পেয়ে পলাতক আসামী সিদ্দিকুর রহমানকে সাথে নিয়ে মামলা তুলে নেয়ার জন্য তার বাড়িতে যেয়ে হুমকি প্রদান করে আসে। এরই মধ্যে গত ৩১ জুলাই বিএনপি নেতা একাধিক নাশকতা মামলার আসামী সিদ্দিকুরের পরামর্শে নিজেদের বাঁচাতে আসামী শরিফুল ইসলাম ওরফে মো: হোসেন আলী গাজী বাদী হয়ে ৪০৬ ও ৪২০ ধারায় একটি মিথ্যা কাউন্টার মামলা দায়ের করে। গতকাল বৃহস্পতিবার ওই মামলায় বিবাদী হিসাবে তার হাজিরার দিন ছিল।
রেখা আলমগীর ওরফে রেখা আলমগীরের স্বামী আলমগীর হোসেন জানান, মামলায় হাজিরা দিয়ে বেলা দেড়টার দিকে তাদের আত্মীয় শেখ মনিরুলের মোটর সাইকেল যোগে তারা আদালত থেকে বের হয়ে পিবিআই কার্যালয়ে যাচ্ছিলেন। এসময় শহরের সীমান্ত আবাসিক হোটেলের সামনে হোসেন আলী ও সিদ্দিকুর রহমান তাদের মোটর সাইকেলের গতি রোধ করে মারপিট শুরু করে। এসময় উত্তরদিক থেকে তিনটি মোটর সাইকেলে আর ছয়জন ভাড়াটিয়া সন্ত্রাসী এসে এলোপাতড়ি মারপিট শুরু করে। হঠাৎ ঘটনার আকস্মিকতায় কিছ ুবুঝে ওঠার আগেই রেখা আলমগীরকে টানা হেচড়া করে শ্লীতাহানি করে গলায় থাকা স্বর্ণের চেইন, শেখ মনি ও আলমগীরের প্যান্টের পকেটে থাকা নগদ অর্ধলাখ টাকা ছিনিয়ে নিয়ে নারী নির্যতনের মামলা তুলে নেয়ার হুমকী দিয়ে তারা বীর দর্পে চলে যায়।
কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের শেখ মনিরুল ইসলাম মানি জানান, সিদ্দুকুর রহমান ও হোসেন আলীর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা রেখা খাতুন ও তার স্বামীকে গুম করার হুমকি দিয়ে চলে যাওয়ার পর জরুরী সোবা ৯৯৯ ফোন করে সহায়তা চাওয়া হয়। এসময় তাদেরকে সদর থাকায় অভিযোগ করা পরামর্শ দেয়া হয়। পরে তারা সাতক্ষীরা সদর থানায় যেয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তদন্ত করেন। তদন্ত কালে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। তারা মামলা করতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্রামে আছেন বলে শুক্রবার থানায় এসে যোগাযোক করতে বলা হয়।
