সমাজের আলো: সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার ১ টি বাসা লকডাউন করা হয়।
মধ্য কাটিয়ায় বসবাসকারী করোনা রোগী একজন ইজিবাইক চালক। কিছুদিন পূর্বে তিনি অসুস্থ অনুভব করায় করোনার টেস্ট করান।
সোমবার টেস্টের ফলাফল পজেটিভ ধরা পড়ে। করোনা প্রতিরোধকল্পে এবং এলাকাবাসীর স্বার্থে সাতক্ষীরা সদর থানার কুইক রেসপন্স টিম মধ্য কাটিয়াস্থ আক্রান্তের বাসাটি লকডাউন করে।
সাতক্ষীরা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানিয়েছেন করোনা আক্রান্তকে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
