সমাজের আলো: ঢাকাই সিনেমায় ফাঁকা মাঠে গেল এক দশকের বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছেন শাকিব খান। আর এই সময়ে বেশ কয়েকটি হিট ছবি রয়েছে তার। অন্যদিকে অভিযোগ রয়েছে অপ্রতিদ্বন্দ্বী নায়ক হওয়ায় অনেককে রাস্তায় নামিয়েছেন। অন্যদিকে কেউ কেউ দাবি করেছেন শাকিবের কারণে আজ চলচ্চিত্রের বেহাল অবস্থা। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক লিটন হাসমি বলেন, শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় নায়ক। তার ছবি মানেই হলে দর্শক আসেই। তার সিনেমা নেওয়ার জন্য হলমালিকরাও মুখিয়ে থাকে। কিন্তু শাকিব খান গেল ১০ বছর থেকে সিডিউল ফাঁসানোয় প্রযোজকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। শাকিবের জন্য অনেক প্রযোজক সিনেমা বানাতে আসছেন না। শুধু তাই নয়, চলচ্চিত্রে নানা অনিয়মের অভিযোগে শাকিব খানকে বয়কট করে চলচ্চিত্রের ১৮ সংগঠন। সে যাত্রায় আদালতে রিট করে শাকিবকে কাজে ফেরায় শাপলা মিডিয়া।
