বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ও ১৯৭ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে সীমান্ত এলাকা হতে এই মাদক ও অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেলমুনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে একটি অস্ত্র চালান এনে পুটখালী গ্রামের উত্তরপাড়ার একটি আমবাগানের পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আবুল কাশেম একটি টহল দল নিয়ে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও মাদকের চালানটি উদ্ধার করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *