আতাউর রহমান : যশোরের শার্শার বাগআঁচড়ায় পুলিশ পৃথক দুইটি অভিযানে ৮০ বোতল ফেনসিডিল সহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে । ১১ মার্চ (বৃহস্পতিবার) সকালে বসতপুর ও রাড়ীপুকুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এ এস আই আকবর হোসেন বাগআঁচড়া বসতপুর এলাকার পাঁকা রাস্তার ওপর থেকে বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের এয়াকুব আলীর স্ত্রী শিরিনা আক্তার খুশি (৩৪) নামে এক মহিলা কে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করে। অপরদিকে একই সময় শার্শার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে শাহানারা খাতুন (৩৫) নামে এক মহিলাকে ৫০ বোতল ফেনসিডিল সহ এ এস আই ফিরোজ আহমেদ আটক করে। আটক শাহানারা শার্শা থানার লাউতাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী। পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *