সমাজের আলো।। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ী মাদ্রাসা ও নন—এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) সাতক্ষীরা জেলা শাখা।শনিবার (১১ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুরের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.রুহুল আমিন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, দেবহাটা সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী, সরাপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, জেলা আদর্শ ফেডারেশেনর সহসভাপিত অধ্যাপক আব্দুল ওয়ারেশ, অধ্যাপক বক্ষতিয়ার উদ্দীন, অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক গোলাম আজম, মাষ্টার শফিকুল ইসলাম, ড.মিজানুর রহমান, অধ্যাপক শাহজান কবির, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল বারী,উপাধ্যক্ষ আব্দুল মুজিত, অধ্যক্ষ আনারুল ইসলাম, মাওলানা দেলওয়ার হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে  আবারও একই স্থানে  গিয়ে সমাবেশে শেষ হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *