সমাজের আলো:এবার শিক্ষা উপমন্ত্রীর সই জাল করে ধরা পড়লো দুর্নীতির দূর্গখ্যাত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অফিস সহায়ক মো: জুয়েল। জুয়েল করেনি বা পারে না এমন কোনো অপকর্ম নেই। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলেও মহাপরিচালক অনড়। ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে মহাপরিচালকের দপ্তরে কর্মরত জুয়েল। সম্প্রতি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সই জাল করে ধরা পড়েছে। কিন্তু কোটিপতি কর্মচারী জুয়েলকে রক্ষায় মরিয়া বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কয়েকজন কর্মকর্তা। দৈনিক শিক্ষার অনুসন্ধানে জানা যায়, জুয়েলের বিরুদ্ধে সরকারি হাইস্কুলের শিক্ষক ও কর্মচারী বদলি, সদ্য সরকারিকৃত স্কুল শিক্ষকদের সনদ ও তথ্য বদলে দেয়ার অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বাণিজ্যে অপর কর্মচারী সৈয়দ লিয়াকতের সাথে সিন্ডিকেট করে বাণিজ্য করে আসছে জুয়েল। জালিয়াতি করে এমপিও পাইয়ে দেয়া, টাকার বিনিময়ে ফাইল গায়েব করাসহ বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, শিক্ষা উপমন্ত্রীর সই জাল করে সরকারি হাইস্কুলে বদলি বাণিজ্য করার অভিযোগ জুয়েলের বিরুদ্ধে। শিক্ষকদের বদলির আবেদনের ওপর শিক্ষা উপমন্ত্রীর ভুয়া সই বসিয়ে দিয়ে মহাপরিচালকের মাধ্যমে শত শত বদলির আদেশ জারি করানোর অভিযোগ পওয়া গেছে। জুয়েলের সহকারি শিক্ষা অধিদপ্তরের সৈয়দ লিয়াকত

