সমাজের আলো: ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্টকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে কক্সবাজার সদর থানায় যান নিহত মেজর সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথ। তবে মামলা গ্রহণ করেনি কক্সবাজার থানা পুলিশ। এ সময় পুলিশ কক্সবাজারের রামু থানায় মামলা করার পরামর্শ দেয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে শিপ্রাসহ তার সহকর্মী ও আইনজীবী সদর থানায় মামলা করতে আসেন।
শিপ্রার আইনজীবী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯, ২৫ এবং ২৯ ধারায় মামলা করতে এসেছিলেন শিপ্রা। আমরা ওসি সাহেবের সঙ্গে দেখা করেছি। ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানিয়েছেন ঘটনাস্থল হিমছড়ির রামু থানা হওয়ায় সেখানে মামলা করার জন্যে। সেইসঙ্গে ওসি সাহেব আমাদেরকে ট্রাইবুনালেও মামলা করার পরামর্শ দিয়েছেন।
