ঝিকরগাছা প্রতিনিধি রাজিব হোসেনঃ সায়েদ আলী যশোরের ঝিকরগাছা উপজেলার ৫ নাং পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামের কৃতি সন্তান। তিনি তার এলাকার সাদা মনের মানুষ নামে পরিচিত লাভ করেছেন। তার এলাকায় গিয়ে জানা যাই সায়েদ আলী অনেক দিন প্রবাসে থেকে এসেছে তারা বলেন তিনি প্রবাসে যাওয়ার আগেও সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করতেন। সায়েদআলী প্রবাস থেকে ফিরেও আবারও সেই সমাজ সেবাই নিয়োজিত হয়েছে এটি যেন তার একটি নেশার মতো,,,তার এলাকার বীর মুক্তিযোদ্ধার সন্তান ডাঃ মোঃ বিল্লাল হোসেন জানান সায়েদ আলী একজন সাদা মনের মানুষ তিনি সব সময় আমাদের এলাকার উন্নয়নের লক্ষে কাজ করছেন।
সায়েদ আলীর সাথে কথা বলে জানা যাই তিনি সমাজে যে সকল কাজ করে থাকেন,,সে রাস্তা সংস্কার,,গাছে গাছে মাটির হাড়ি টাঙ্গিয়ে পাখিদের আবাস স্থাল তৌরি,,বছর ২ বার গরীব দুখি মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও কম্বল বিতার করে থাকেন এবং প্রতি বছরে ১০০০ পিস তাল বিচ রোপন করে থাকেন
তিনি ব্যাক্তিগত অথ্যয়নে এসকল কাজ করে থাকেন,
সায়েদআলী বর্তমানে গাছ নিয়ে কাজ করছেন বিভিন্ন এলাকায় বাজারে গিয়ে গাছে প্রেক মেরে ব্যানার ফেস্টন মারার খতির দিক নিয়ে আলোচনা করেন এবং সতর্ক মূলক কথা বলে মানুষের বোঝানোর চেষ্টা করেন।
সায়েন আলী জানান তিনি একটি সামাজিক সংগঠন করতে চান তার মাধ্যমে সকল ধরনের মানুষের সেবার নিয়োজিত থাকতে চাই,,,,তিনি সকলের কাছে দোয়া প্রার্থী

