সমাজের আলোঃ দিনাজপুরের চিরিরবন্দরে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন(৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টায় শিশুটির বাবা নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। এরপর বিকেলে রাণীরবন্দর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের জাহাজ পাড়ায় ওই শিশুকে ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে। ওই দিন বিকালে ওই শিশুটি বাড়ির সামনে মসজিদের মাঠে অন্যন্য শিশুদের সাথে খেলাধুলা করার সময় বেলুন কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে নাসির উদ্দিন তাকে বাড়ির ভিতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সে সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা বাড়ির ভিতরে গিয়ে তাকে ঘরের মেঝতে পড়ে থাকতে দেখে। ওই ঘটনার পর অভিযুক্ত নাসির ঘা-ঢাকা দিয়ে ৪ দিন পলাতক থাকলে মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে আটক করে।
