সমাজের আলো : শ্যামনগর উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়নের ৭৪ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে বেপরোয়া মারপিট করার ঘটনায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ আহত সন্তানদের সাথে নিয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

৩০ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন, অভিভাবক মাছুদা খাতুন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমাদের কোমলমতি শিশুরা কাশিমাড়ী ইউনিয়নের ৭৪ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। গত ২৪ আগষ্ট বুধবার প্রধান শিক্ষক ৫ম শ্রেণীর ক্লাস নেয়া কালীন চেয়ারে লেগে থাকা চুইংগাম প্যান্টে লেগে যায়।এ সময় শারিরিক ভাবভঙ্গির কারনে শিশুরা হাসাহাসি করলে প্রধান শিক্ষক শ্রেণীর সকল শিশুদেরকে লাঠি দিয়ে বেপরোয়া মারপিঠ করে রক্তপাত ঘটায়।এ ঘটনায় ৩/৪ জন শিশু জ্ঞান হারিয়ে ফেলে। প্রধান শিক্ষক শিশুদের পিটিয়ে ৩ খানা লাঠি ভেঙ্গে ফেলে। অবস্থা বেগতিক দেখে ভয়ে শিশুরা শ্রেণী কক্ষ থেকে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে। তখন প্রধান শিক্ষক তাদেরকে ধাওয়া করে। পরে আহত শিশুরা শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

বিদ্যালয়ের সভাপতি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে তাৎক্ষণিক হাজির হন। এ সময় প্রধান শিক্ষক পালিয়ে যান। শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল থেকে ৩ টি ভাঙ্গা লাঠি জব্দ করেন এবং পরিস্থিতি শান্ত করেন। বিষয়টি নিয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত প্রধান শিক্ষককে বিভাগীয় ও ফৌজদারি শাস্তিমুলক ব্যবস্থার দাবি জানানো হয়েছে ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *