সমাজের আলো : চট্টগ্রামের লোহাগাড়ার একটি হেফজখানায় নয় বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ আব্দুল্লাহ মোজাহিদ (২১) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দুর্লভের পাড়ার একটি হেফজখানা থেকে গ্রেপ্তার করা হয়। মোজাহিদ ওই এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেনের ছেলে।এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মোজাহিদ গত রমজান থেকে এক ছাত্রকে বলাৎকার করে আসছিলেন। গতকাল বুধবার সকালে ভুক্তভোগী ছাত্রকে মাদরাসায় যাওয়ার কথা বললে কান্নাকাটি শুরু করে দেয়। কান্নার কারণ জানতে চাইলে এক পর্যায়ে ছাত্রটি বলাৎকারের ঘটনা খুলে বলে তার পরিবারকে।

