সমাজের আলো : আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করলেন সাকিব আল হাসান। ওয়ানডে বোলারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশি এই বাঁ-হাতি স্পিনার রয়েছেন শীষ দশ-এ। আর তালিকার শীর্ষ পাঁচ-এ রয়েছেন বাংলাদেশি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। গতকাল র্যাঙ্কিং হালনাগাদ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাÑ আইসিসি। ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৪১৬ র্যাঙ্কিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী ও ইংল্যান্ডের ক্রিস ওকসকে পেছনে ফেলেছেন সাকিব। টেস্টে তালিকার চার নম্বরে আছেন তিনি। লাল বলের ফরম্যাটে এক নম্বর অলরাউন্ডার হিসেবে বছর শেষ করেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
টি-টোয়েন্টিতে সাকিব আছেন দুই নম্বরে। সংক্ষিপ্ত ফরম্যাটে শীর্ষে থেকে বছর শেষ করেছেন মোহাম্মদ নবী।ওয়ানডের সেরা দশ ব্যাটারের তালিকায় নেই কোনো বাংলাদেশি। মুশফিকুর রহীম আছেন ১৩ নম্বরে। বোলারদের মধ্যে সেরা পাঁচে আছেন মেহেদী হাসান মিরাজ আর নবম স্থানে সাকিব।টেস্টেও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা র্যাঙ্কিং মুশফিকের। টেস্টের ২১ নম্বরে আছেন তিনি। টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ২২ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে নাঈম শেখ বছর শেষ করেছেন ২৩ নম্বরে থেকে। ২০ ওভারের ক্রিকেটে তরুণ স্পিনার মাহেদী হাসান আছেন বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ১৩ নম্বরে।এ বছর সূচি অনুযায়ী আর দুটি টেস্ট ম্যাচ বাকি। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা বনাম ভারতÑ দুটি ম্যাচই শুরু হবে বক্সিং ডে অর্থাৎ ২৬শে ডিসেম্বর। ফলে এ বছরের র্যাঙ্কিংয়ে এ দুই ম্যাচের প্রভাব ফেলার সম্ভাবনা নেই।

