সমাজের আলো : শেখ হাসিনার সঙ্গে নেপালের রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ মার্চ) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী। ভাণ্ডারি। এর আগে বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বৈঠকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আসায় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারিকে ধন্যবাদ জানাান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলা আলোচনায় দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি বিনিময়সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। এর আগে একই স্থানে নেপালের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ওই সময় মন্ত্রী জানান, নেপালের রাষ্ট্রপতির এ সফরে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ, বাণিজ্য, সংস্কৃতিসহ চারটি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনে যোগ দিতে ঢাকায় এসেছেন ।

