সমাজের আলো।। ব্যাটিংয়ে নেমেও শুরুতে চাপে পড়ে সিলেট টাইটান্স। বিলিংস-মিরাজ জুটিতে ম্যাচে ফেরে তারা। কিন্তু এই দুই ব্যাটারের বিদায়ের পর জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল রংপুর রাইডার্স। শেষ বলে দরকার ছিল ৬ রান। এমতাবস্থায় ফাহিম আশরাফের করা বলে ছক্কা হাঁকিয়েই দলকে জেতান ইংলিশ তারকা ক্রিস ওকস। তাতেই রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত হয় সিলেটের।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান করে রংপুর। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে দলনেতা মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। দুজনের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট। এই দুই ব্যাটার ফিরলে সিলেটের জয়ে শঙ্কা জাগে। তবে ক্রিস ওকসের সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় সিলেট।
দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। ১৮ রান করে করেন পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া আরিফুল ইসলাম ১৭, তাওফিক খান ২, আফিফ হোসেন ৩ ও মঈন আলি ৫ রান করেন। আর ১০ রানে ক্রিস ওকস ও ১ রানে খালেদ আহমেদ অপরাজিত থাকেন।

