সমাজের আলো : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ১ টন আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বাংলাদেশের সরকার প্রধানের পক্ষ থেকে রোববার ওই উপহার পাঠানো হয় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রমতে, সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে (কার্গোতে) প্রধানমন্ত্রীর উপহারের আমগুলো কার্টনবন্দি করে পাঠানো হয়েছে। দোহা হয়ে সোমবার ভোরে তা ইসলামবাদে পৌঁছাবে। আজ দিনের শেষার্ধে বা মঙ্গলবার সকালে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে হস্তান্তর করার কথা রয়েছে। উল্লেখ্য, গত বছর তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে কী জাতের আম পাঠানো হয়েছে তা এখনই প্রকাশ করতে চাননি কর্মকর্তারা। তবে তারা বলেছেন, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ১৪টি দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম উপহার পাঠিয়েছেন।

যার মধ্যে বেশির ভাগই গেছে আম্রপলি জাতের। ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে উন্নতমানের সুস্বাদু ‘আম্রপলি’ জাতের আমই পাঠানো হয়েছে। তবে মালদ্বীপ এবং ভুটানসহ কয়েকটি দেশে হাঁড়িভাঙা জাতের আম গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *