সমাজের আলো: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তার রক্তের ঋণ শোধ করার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার স্বপ্নই ছিল বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবন পাবে। সেই উন্নত জীবন দিতে যা যা করণীয় আমরা তা করব। তিনি এদেশের মানুষের জন্য আজীবন কষ্ট করে গেছেন। নিজের বুকের তাজা রক্ত দিয়ে গেছেন। জাতির পিতা ও আমাদের পরিবারের সকলের মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে সবাই মিলে এই প্রতিজ্ঞাই নেই, পিতা তোমায় কথা দিলাম, তোমার বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাব। এই বাংলা বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। এই বাংলার মানুষ উন্নত জীবন পাবে। এটাই আমাদের প্রতিজ্ঞা। এটাই আমাদের শপথ।
