সমাজের আলো : বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা শ্বশুর সোনা মিয়াকে বাবা সাজিয়ে ১১ বছর আগে কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক (পিয়ন) পদে চাকরি পাওয়া সেই জামাই শামীম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শামীম আহমেদ এ সিদ্ধান্ত নেন।রোববার (১৪ নভেম্বর) বিকালে বগুড়া বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শ্বশুরকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার বিষয়ে পত্রিকায় প্রকাশিত রিপোর্টের সত্যতা মিলেছে। পরবর্তীতে তদন্তসাপেক্ষে শামীম হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

