সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় রুকাইয়া খাতুন (২০) নামে অন্তঃসত্ত্বা নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী শশুর শাশুড়ির বিরুদ্ধে। এতে ওই নারীর গর্ভের আট মাসের সন্তান মারা হয়ে গেছে। এখন তিনি কলারোয়া হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।রুকাইয়া খাতুন কলারোয়া পৌর সদরের মুরারিকাটি গ্রামের আমিরুল ইসলাম এর মেয়ে। তার স্বামী বিপ্লব হোসেন (২৬) বাড়ি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামে। তার বাবার নাম সাদ্দাম হোসেন
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সাল পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারের জিনিস এর জন্য সব সময় খোটা দিত শাশুড়ি এবং শ্বশুর
গত ৩০ আগস্ট ২০২৩ তার শশুর শাশুড়ি তাকে নির্যাতন করাসহ পেটে লাথি মারেন। এতে গুরুতর আহত হন রুকাইয়া। পরে খবর পেয়ে রুকাইয়া কে তার বাবা যেয়ে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করে সেখান থেকে সুস্থ হলে বাড়ি আনেন, গত ২ মাস থেকে রুকাইয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বিপ্লব। আজকে সোমবার ১৬ অক্টোবর ভোরে অবস্থা বেশি খারাপের দিকে গেলে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। এবং ডেলিভারি করানোর পরে চিকিৎসক বাচ্চা মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে সাদ্দাম হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি কথা না বলে কেটে পড়েন।
এ বিষয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান রুকাইয়ার স্বজনের।
