সমাজের আলো: মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহার, গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পে রায়নগর নৌ পুলিশের ইনচার্জ আক্কাজ আলীর উৎকোচ দাবী করে বাঁধা সৃষ্টি করায় শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম পুলিশের আইজি, পুলিশ সুপার (এ্যাডমিন এন্ড সাপোর্ট সার্ভিজ), ঢাকা, জেলা প্রশাসক সাতক্ষীরা ও পুলিশ সুপার, ডিআইজি খুলনার নিকট লিখিত ও ই-মেইলযোগে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গৃহহীনদের গৃহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ১ লাখ ৭১ হাজার টাকা হারে বরাদ্দ প্রদান করা হয়। ঠিকাদারের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পে মাটি ভরাটের জন্য কোন আলাদা বরাদ্দ না থাকায় স্থানীয় চেয়ারম্যানরা পরিষদের মাধ্যমে মাটি ভরাট করে দিচ্ছেন। শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে এই প্রকল্পে কাজ করার জন্য চেয়ারম্যান শেখ আব্দুর রহিম মাটি ভরাটের জন্য কৈখালী ইউনিয়নে পরিষদ থেকে আলাদা বাজেট দিয়ে গত ০১-১২-২০২০ তারিখ থেকে কাজ করে আসছে এবং ২২-১২-২০২০ ইং তারিখ থেকে মাটি ভরাটের জন্য ড্রেজার মেশিন দিয়ে কালিঞ্চি মৌজার নদীর চর থেকে বেলে মাটি এনে মাটি ভরাটের জন্য কাজ শুরু করেন। কিন্তু অত্র অঞ্চলে অবস্থিত রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির আইসি মো. আক্কাস আলী বেলে মাটি উত্তোলনের জন্য চেয়ারম্যানের নিকট বিশ হাজার টাকা উৎকোচ দাবি করেন। তিনি রাজি না হওয়ায় কাজের শুরুর থেকেই রায়নগর নৌ পুলিশের ইনচার্জ আক্কাস আলীর নির্দেশে নৌ পুলিশ সদস্যরা বেলে মাটি উত্তোলনে বাঁধা প্রদান করে আসছে। ২৪-১২-২০২০ তারিখে বেলে মাটি উত্তোলন করে ফেরার পথে রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত হয়ে উক্ত বেলে মাটির আনা-নেওয়ার মিনি কার্গোটি আটক করে। এ সময় চেয়ারম্যান মাটি উত্তোলনের জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডের মৌখিক অনুমোদন আছে বলে আইসি আক্কাস আলীকে জানান। কিন্তু তিনি কোন কথা শুনতে চাননি। তাছাড়া এলাকার অসহায় জেলেদের নিকট থেকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে প্রতিনিয়ত উৎকোচ আদায় করে চলেছে এবং নদী থেকে জাল তুলে নিয়ে কৌশলে অন্য জেলেদের নিকট বিক্রয় করে দিচ্ছে। যার ফলে নৌ পুলিশের উপর থেকে সাধারণ মানুষে আস্থা হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) বলেন, এটা খুবই দু:খজনক ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারে গৃহহীনদের গৃহ নির্মাণ কজে সহয়তার পরিবর্তে বাঁধা দেওয়া অনাকাক্সিক্ষত ঘটনা। তিনি আরও বলেন, কালিঞ্চি মৌজার খাস খতিয়ানভুক্ত নদীর চর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভূমি বিভাগের নৌ পুলিশের নয়। কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, আইসি আক্কাস সাহেবের উৎকোচের দাবী পূরণ না করতে পারায় সরকারি কাজে বাঁধা প্রদান করেছেন। ঘটনার বিষয়ে রায়নগর নৌ পুলিশের আইসি আক্কাস আলীর কাছে জানতে চাইলে তিনি উৎকোচ দাবীর কথা অস্বীকার করে করে বলেন চেয়ারম্যান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *