রাকিবুল হাসান : জন্ম নিবন্ধন সংশোধন করতে সরকারের বেধে দেওেয়া মুল‍্য ছাড়া অতিরিক্ত অর্থ ব‍্যয় করতে হচ্ছে সাধারণ মানুষের।ভুল করলো সরকারি কর্মচারীরা আর অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষের করোনা ভাইরাসের কারনে অর্থনৈতিক অবস্থা অধিকাংশ মানুষের ভালো যাচ্ছে না দিন এর উপর জন্ম নিবন্ধন সংশোধন করতে অতিরিক্ত টাকা খরচের দিশেহারা সাধারণ মানুষ,ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা একে অপরের দোষারোপ করছেন বলে জানা গেছে।

এদিকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইউনিক আইডি ও প্রোফাইল তৈরির জন্য শিক্ষার্থীদের থেকে তথ্য চেয়েছে সরকার। এসব তথ্যের মধ্যে শিক্ষার্থী ও তার পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদও চাওয়া হয়েছে। জন্মসনদের ত্রটি সমাধানের জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের চাপে এখন হিমশিম খাচ্ছেন ইউনিয়ন পরিষদের কর্মরতরা।শিক্ষার্থীদের অনেকের জন্মসনদ ও শিক্ষাগত সনদে দেয়া তথ্যের মিল নেই। পিতা ও মাতার নামের বানান ভুল। জন্ম তারিখের মিল নেই। এসব কারণে ইউনিয়ন পরিষদে শিক্ষার্থী ও অভিভাবকদের চাপ বেড়েছে বহুগুণে। এসব সুযোগকে কাজে লাগিয়ে রমরমা ব্যবসা করে যাচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ। হাতিয়ে নিচ্ছে তিন থেকে চারগুণ টাকা।

জানা যায়, স্থানীয় সরকার বিভাগ থেকে জন্ম তারিখ সংশোধনের জন্য ১০০ টাকা এবং জন্মতারিখ ব্যতীত পিতার নাম, মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সংশোধনের পর সনদের কপি বিনা ফিসে সরবরাহের কথাও বলা হয়েছে।স্বরেজমিনে ভুক্তভূগি হয়ে সাংবাদিক নিজেই ওই এলাকার একটি জন্মসনদ সংগ্রহ করে সংশোধনের জন্য আটুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম সাথে কথা বললে ফাইল রেডি অর্থাৎ আবেদন এর জন্য ১০০ টাকা দিতে হবে। আর কি কি করতে হবে? প্রশ্নের জবাবে তিনি বলেন টি,এন,ও এর ওখানে যেতে হবে ইউপি সচিবের ওখানে যেতে হবে বহু কাজ করতে হয়। সবমিলিয়ে ২২০ টাকা খরজ হবে। এত টাকা? কিছু কমানো যায় না? এসব প্রশ্নের জবাবে তিনি বলেন, টি,এন,ও অফিসে দিতে হয় ২০ টাকা এবং ইউপি সচিবের ওখানে ১০০ টাকা দিতে হবে।

উপজেলার আটুলিয়া ইউনিয়নের রেহানা জানান, করোনার মধ্যে জন্ম নিবন্ধন সংশোধন করতে এসে তিন দিন ধরে হাটছি। পিতা ও মাতার নাম সংশোধন করতে ২৫০ টাকা চাওয়া হয়েছে। একই ইউনিয়নের জুলেখা আক্তার জানান, অতিরিক্ত ফি এর কারনে আমার ভাইয়ের জন্ম নিবন্ধন সংশোধন করা হলো না। এছাড়া নাম প্রকাশে অুনিচ্ছুক অনেকেই জানান, অতিরিক্ত ফি না দিলে বার বার হাটতে হয়। যার জন্য বাঁধ্য হয়ে অতিরিক্ত ফি দিয়ে সংশোধন করছি।এ বিষেয়ে আটুলিয়া ইউপি সচিব মোঃ আবু সাইম এর সাথে মুঠো ফেনে কথা হলে তিনি বলেন, যাদের ট্যাক্স এর রশিদ কাটা নেই তার জন্য ৫০ টাকা এবং আবেদন ফি বাবদ ৫০ টাকা নেয়া হয়। এছাড়া তিনি বলেন সব ইউনিয়ন গুলোতে এমন ফি নেওয়া হচ্ছে।জন্ম নিবন্ধন সংশোধনের বিষয় দেখভাল করার কথা ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব এর থাকলেও অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে আটুলিয়া ইউপি চেয়াম্যান আবু ছালেহ বাবু এর সাথে মুঠো ফেনে কথা হলে তিনি বলেন, জন্ম সনদ তো আমাদের দায়িক্ত না আবেদন করে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম। এক পর্যয়ে তিনি আবেদন বাইরে থেকে আবেদন করে নিয়ে আসার পরামর্শ দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *