মোঃ নুরুজ্জামান : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা আশরাফুলের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় কাগজপত্র সংক্রান্ত বিষয়ে হয়রানি মূলক মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা দীর্ঘ ধরে চলে আসলে প্রতিকার না পেয়ে ভুক্তভোগী নওয়াবেকি বাজারের সামিমা নার্সিং হোমের স্বত্বাধিকারি ব্যবসায়ী মনিরুজ্জামান মনি এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নওয়াবেকি বাজারের সামিমা নার্সিং হোমের জায়গায় পেরি ফেরি হওয়ায় পেরি ফেরি সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র করে তিনি দীর্ঘ দিন ধরে ৪ শতক জমি ভোগদখল করে আসছেন। আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম ওই কাগজপত্র অবৈধ ঘোষণা করে উক্ত কাগজপত্র বৈধ করে দিবে এই শর্তে ৫ লক্ষ টাকা দাবি করেছিলেন।টাকা না দেওয়ায় হয়রানি মুলক মিথ্যা অভিযোগ দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে। ভুক্তভোগী মনিরুজ্জামান তদন্ত সাপেক্ষে হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম অভিযোগের বিষয় অস্বীকার করে এই প্রতিবেদককে জানান, আমার নামে অনেকে মিথ্যা অভিযোগ দিতে পারে।আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। আমি ও আমার অফিস দূর্নীতি মুক্ত। উল্লেখ্য, ডিসিয়ার থেকে শুরু করে খাজনা দেওয়া চেক কাটা মিউটেশন করাসহ সেবার ধরণ বুঝে দালালদের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অধিকাংশ ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তারা (নায়েব)। দালালদের কেউ কেউ এসব কথা অকপটে স্বীকারও করেছেন। দালালদের বক্তব্য হচ্ছে আমরা পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করে থাকি। আমরাত আর নিজের পকেটের থেকে খরচ করতে পারবো না! তবে সাধারণ ভুক্তভোগীদের অভিযোগ দালাল ছাড়া কাজ করতে গেলে বছরের পর বছর দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াতে হয়৷ এতে উল্টো সমস্যা সৃষ্টি হয়। এই বিষয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা সহ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ভুক্তভোগীগণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *