সমাজের আলোঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ৮টায় উপজেলার জয়নগর মোল্লা কমপ্লেক্সে বিএনপির নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণী করা হয়। এসময় উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদার, ভারপ্রাপ্ত সাধারণ আনোয়ার হোসেন ঢালী, সাংগঠনিক সম্পাদক ডিএম মফিজুর রহমান, সদস্য খোকন গাজী, ছাত্রদলের সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল-মামুন, শ্রমিকদলের সভাপতি রবিউল ফকির, সদস্য তহুর মোল্যাসহ অনেকে। এসময় দুই শতাধিক ব্যক্তির মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
