সমাজের আলো : কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর রোববার। সকল যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচনে ৯জন চেয়ারম্যান প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলছে ব্যাপক প্রচার প্রচারণা।উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দু’বারের সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ চশমা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান এস এম আব্দুর রউফ আনারস প্রতীক, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ ঢালী ঘোড়া প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান টিএম নুরুল হক মোটর সাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার পিয়াদা অটোরিকশা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মাস্টার পরিতোষ হালদার রজনীগন্ধা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনিছুর রহমান গাজী লাঙল প্রতীক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী রবিউল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রার্থীদের পক্ষে এখন ইউনিয়নের বিভিন্ন মোড়ে-মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী অফিস বানিয়ে চা ও পান খাওয়ানো হচ্ছে সাধারণ ভোটারদের।স্থানীয়রা বলেন, নির্বাচন মানেই উৎসব। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হলে যারাই জিতুক তাদেরই সহযোগিতা করে ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিবে ইউনিয়নের মানুষ। এজন্য মানুষ যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *