সমাজের আলো: খাদ্য গুদাম কর্মকর্তা,শ্যামনগরের আলোচিত দুর্নীতিবাজ আমিনুর সহ তার কর্মচারীর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে শ্যামনগর থানায় পৃথক পৃথক জিডি হয়েছে। বিধিবহির্ভূত ভাবে ডিও ছাড়াই ৮০ টন চাল ছাড় দেওয়া,ধান গম ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে অর্থ আত্বসাৎ, কর্মচারীদের বিরুদ্ধে খারাপ আচারন সহ নানা অপকর্মের । দুর্নীতিবাজ খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গেলে তার নিজস্ব মোবাইল ফোন দিয়ে সাংবাদিকদের নানা ধরনের হুমকি প্রদান করে।গত বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দুই সাংবাদিক এস কে সিরাজ ও এম কামরুজ্জামান পৃথক পৃথক দুটি জিডি করেছেন,শ্যামনগর থানায়।শ্যামনগরের আলোচিত সেরা দুর্নীতিবাজ খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুর রহমান বে- সামাল হয়ে পড়েছে তবে ধান ক্রয়ের ক্ষেত্রে ক্ষতিগস্থ একাধিক কৃষক সংগঠন তার বিরুদ্ধে ব্যাপক ভাবে ক্ষিপ্ত। তারা আলোচিত এই কর্মকর্তার অপসারন সহ দুর্নীতির তদন্ত দাবী করে মানব বন্ধন সহ সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।এদিকে শ্যামনগরের সচেতন মহল তার অপকর্মে অতিষ্ঠ হয়ে জেলা ও বিভাগীয় দুদক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
