রাকিবুল হাসান ঃশ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীতে আবারও পালা দিয়ে বালু উত্তোলন চলছে।গত (২৪ শে এপ্রিল) রবিবার সকাল ১০ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটী এলাকায় ( হাজী নজরুল ইসলাম চেয়ারম্যান) হুলা সংলগ্ন খোলপেটুয়া নদী হতে রোরিং করে ফারুখ হোসেন নামক কারগো মালিক এম,ভি আব্দুল্ল্যাহ নামক কার্গো দিয়ে বালু উত্তোলন করছে। এমতাবস্থায় বালু উত্তোলনকারী কার্গোর লোক জন সাংবাদিকদের দেখে নানান ভাবে কটুউক্তি করে বলেন, সাংবাদিকদের কোন লাভ নেই। আমরা জেলা ও উপজেলায় সকল বড় বড় কমান্ডোকে ম্যানেজ করে এখানে বালু কাটতে এসেছি।
ছবি তোলো কিম্বা ভিডিও করো কোন লাভ নেই, শুধুই নিজের সময় নষ্ট হবে।এই পরিস্থিতি বিরাজ করছে ঐ দুর্যোগ ঝুঁকিপুন এলাকা দুর্গাবাটী খোলপেটুয়া নদীতে ।বর্তমান সময়ে দুর্যোগ উপক্রম বেড়ে চলেছে,ঠিক সে সময় এ বালী খাদোকরা শুধু মাত্র নিজেদের ব্যাবসার খাতিরে বিভিন্ন ভাবে সুন্দরবন সংলগ্ন নদীতে রাতে ও দিনে বড় বড় কার্গো দিয়ে বালু উঠাচ্ছে। এ বালি উঠাচ্ছে আটুলিয়া ইউনিয়নে নওয়াবেকি গ্রামের ফারুক হোসেন ও বাবু সহ আরো কয়েক জন বালী খাদোক।স্থানীয় সহ অনেকের দাবী সাতক্ষীরার একজন বালু ব্যাবসায়ি ওনার ম্যানেজার হুমায়ুন কবির স্বপন বাড়ি তার কয়রায় সে শ্যামনগরে নওয়াবেকি এক হেড মাষ্টার আব্দুল হাই মাষ্টারের বাড়িতে ভাড়া থেকে সেখানে বসে বসে সমস্ত প্রশাসনকে ম্যানেজ করে এই ভাঙনকূল এলাকায় বালু উত্তেলন করে বিভিন্ন পয়েন্টে বিক্রি করছে ১৫ টাকা ফুটে। কারগোর মালিক ফারুক ও বাবুর কাছে জানতে চাইলে তোমারা কতো করে ফুট পাও তারা বলেন আমাদের কে ৫ টাকা করে ফুটে দেওয়া হয় আর বাকি ১০ টাকা ম্যানেজার হুমায়ুন কে দিতে হয়। সেই আমাদের সুবিধা অসুবিধা দেখভাল করেন। স্থানীয়দের দাবী উপকূল থেকে বালী উঠানো বন্ধ না হলে ব্যাপক ঝুঁকিতে পড়তে হবে আমাদের এটা যেভাবেই হোক বন্ধ করতে হবে। স্থানিয়রা আরো বলেন বালি খাদোকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে এই বালী উঠাচ্ছে

