সুন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা এ দূর্ঘটনা ঘটে।নিহত দুই শিশু হলো- গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) এবং একই গ্রামের শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা উভয়ে সম্পর্কে চাচাতো ভাই।
পরিবারিক সুত্রে জানা যায় দুই শিশুর মামাতো ভাই আলম হোসেন জানান, প্রচন্ড গরমে সকালে দুই ভাই বাড়ির পুকুরে গোসল করার সময় সবার অজান্তে ডুবে যায়। বহু খোজাখুজি করে পুকুর হতে গুরত্বর অসুস্থ্য অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক