সমাজের আলো: ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারতীয় উপমহাদেশে সুদীর্ঘ দুই শত বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে লাহোর প্রস্তাব অনুযায়ী হিন্দু অধ্যুষিত অঞ্চলসমূহ নিয়ে ভারত ও মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে ‘‘পাকিস্তান’’ নামক দুটি পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। দীর্ঘ ১২০০ মাইলের ব্যধান থাকা সত্বেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে তৎকালীন পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান নাম দিয়ে পাকিস্তানের অন্তর্ভূক্ত করা হয়। পশ্চিম পাকিস্তানের হাতে ন্যস্ত হয় কেন্দ্রীয় শাসন ক্ষমতা। স্বাধীনতা লাভের আনন্দে এবং গোলামীর কলঙ্ক মুক্ত হয়ে সে দিন মুক্ত জীবনের সুখ- স্বপ্নে বিভোর হল এদেশের নিপীড়িত আপামর জনসাধারণ। কিন্তু পাকিস্তানী শাসক গোষ্ঠী এ অঞ্চলের জনসাধারণের স্বপ্ন ভাঙ্গতে বিশেষ সময় নেয়নি। পূর্ব পাকিস্তানের মানুষ অচিরেই উপলদ্ধি করল, তারা পুনরায় নব্য শোষকের কবলে পতিত হয়েছে। সীমাহীন বৈষম্যের স্বীকার তৎকালীন পূর্ব পাকিস্তানে উন্নয়নের ছোয়া লাগেনি কোনখানে। হাজার বছরের প্রাচীন এ জনপদ শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, যোগাযোগ, প্রতিরক্ষা, শিল্পায়ন, কর্মসংস্থান প্রভৃতি ক্ষেত্রে ছিল চরম অবহেলিত। এমনি এক সময়ের প্রেক্ষাপটে আপাতঃ সমৃদ্ধ জনপদ নওয়াবেঁকীর কিছু উৎসাহী যুবক ‘‘নওয়াবেঁকী হাইস্কুল’’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। আধুনিকতার ছোয়াহীন, অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত অজপল্লীতে শিক্ষা বিস্তারের সেই স্বপ্ন বাস্তবায়ন নিতান্ত সহজ না হলেও কিছু মহৎ মানুষের দৃঢ় সংকল্পের কাছে সকল প্রতিবন্ধকতা পরাস্থ হয়। যারা সেদিন এই মহান ব্রতকে সফল করতে উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে কিছু মানুষের নাম এখানে বিশেষভাবে প্রণীধানযোগ্য- এম ফজলুল হক, ডাঃ আনছার উদ্দীন, এসএম আব্দুল আজিজ, আবুল কাশেম মোড়ল প্রমুখ। তখন আটুলিয়া ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন মরহুম আয়জদ্দিন মোড়ল। আর তারই বিশেষ সঙ্গী ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন মরহুম পুঞ্জ গাজী, মরহুম আছিরদ্দিন মোড়ল, মরহুম ফটিক মোড়ল, মরহুম তছমান মোড়ল, মরহুম আতিয়ার রহমান মোড়ল। উৎসাহী ও উদ্দোমী এ সকল যুবকদের সদিচ্ছা ও প্রচেষ্টায় সেদিন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বলা প্রয়োজন- এ সময় নওয়াবেঁকী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন মরহুম মহসীন সাহেব। তিনি একজন বিদ্যোৎসাহী ব্যক্তি ছিলেন। একজন সরকারী কর্মকর্তা হিসাবে তিনি অত্র বিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বাত্নক সহযোগিতা করেন। পরবর্তী সময়ে তিনি শ্যামনগর আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে যেখানে নওয়াবেঁকী প্রাথমিক বিদ্যালয়টি আছে সে সময়ে সেখানে কেওড়া গাছ ও হরগজা বাগান ছিল। নদীর চর। জোয়ার ভাটার এলাকা ছিল। সর্বসম্মতিক্রমে এই জংগল পরিস্কার করে ঐখানে স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। মহসীন সাহেব ও অন্যান্যদের আর্থিক আনুকুল্যে এবং সর্বসাধারণের থেকে আদায়কৃত চাঁদার টাকা দিয়ে ৬০ হাত লম্বা পশুরের খুটি ও টালির ছাউনি বিশিষ্ট একটি ঘর নির্মাণ করা হয়। উল্লেখ করা প্রয়োজন, সে সময়ে ৪র্থ শ্রেণী পর্যন্ত ছিল প্রাথমিক বিদ্যালয়ের আওতাভুক্ত। তাই ৫ম ও ৬ষ্ঠ শ্রেণী খোলার সিদ্ধান্ত হয়। ১৯৪৮ এর জানুয়ারি মাস। তখনও স্কুল গৃহ নির্মিত হয়নি। নওয়াবেঁকী বাজারের পশ্চিম পার্শ্বে জনাব এম আবুবকর সিদ্দিক সাহেবের পিতা মরহম তরফাতুল্লাহ মোড়ল সাহেবের একটি দোকান ঘরে বিদ্যালয়ের প্রথম কার্যক্রম শুরু হয়। প্রথম শিক্ষক হিসাবে বিদ্যালয়ের চেয়ারে বসেন মরহুম বেলায়েত হোসেন গাইন সাহেব। অতঃপর অল্প দিনের মধ্যে নবনির্মিত গৃহে বিদ্যালয়ের কার্যক্রম চলতে থাকে। ৫ম ও ৬ষ্ঠ শ্রেণী খোলা হলেও মূলত ৫ম শ্রেণীতে প্রায় ৬০ জনের মত ছাত্র-ছাত্রী ভর্তি হয়। প্রধান শিক্ষক হিসাবে আসেন কাঠাঁলবাড়িয়ার মরহুম নূর আলী সাহেব। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এবং সৌখিন এ ভদ্রলোকের শিক্ষাগত যোগ্যতা ছিল আইএসসি পাশ। তিনি মাত্র ৩ বছরের মধ্যে বিদ্যালয়ের একটি জমজমাট ভাব গড়ে তোলেন। ১৯৫২ সালে দেশে দারুন দুর্ভিক্ষ দেখা দিলে বিদ্যালয়টির কার্যক্রমে কিছুটা স্থবিরতা আসে। প্রধান শিক্ষক চাকুরী ছেড়ে যান। প্রধান শিক্ষক হিসাবে এর পর দায়িত্বভার গ্রহণ করেন রতিকান্ত বাবু। কিন্তু দুর্ভিক্ষপিড়িত আর্থসামাজিক প্রেক্ষাপটে বিদ্যালয়ের কার্যক্রমে তিনি গতিশীলতা আনতে ব্যর্থ হন। খুড়িয়ে চলে শিক্ষা কার্যক্রম। এ সময় আব্দুল আজিজ সাহেব নওয়াবেঁকী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের সাথে সাথে হাই স্কুলেও স্বেচ্ছায় পাঠদান করতেন। ১৯৫৭ সালে এম ওয়াজেদুর রহমান প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করে বিদ্যালয়ের ম্রিয়মান কার্যক্রমে গতি সঞ্চার করেন। নবউদ্যমে স্কুলের কার্যক্রম শুরু হয়। মাত্র ছয় মাসের ব্যবধানে আবারও প্রধান শিক্ষকের পরিবর্তন হয়। যোগ দেন আইএ পাশ শ্রী দেবী রঞ্জন দেওয়ান। এ সময় জনাব আবু বকর সিদ্দিক ও ওমর আলী নামক আরও দুইজন শিক্ষক নিয়োগ করা হয়। ১৯৫৮। আইয়ুব খানের নেতৃত্বে পাকিস্তানে সামরিক শাষন জারী হয়। তখন রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে থম থমে ভাব। জনাব এম, এম, সামছূল হক তখন পাতাখালী ও কিছুদিন পর গাবুরা স্কুলে চাকুরী করে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তিনি নওয়াবেঁকী হাই স্কুলটিকে পুনর্র্জীবিত করতে গাবুরা থেকে চাকুরী ছেড়ে নওয়াবেঁকী হাই স্কুলে যোগ দেন। তিনিই প্রথম তৎকালীন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আতিয়ার রহমানের কাছে বিদ্যালয়ের ভবিষ্যৎ চিন্তা করে বিদ্যালয়টি বর্তমান স্থানে স্থানান্তরের প্রস্তাব পেশ করেন। দীর্ঘ আলাপ আলোচনার পর বিদ্যালয়টি বর্তমান স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। এই জমির মালিকগন যথাক্রমে- তরফাতুল্যা মোড়ল গং, ফটিক মোড়ল গং, এলাহী বক্স মোড়ল গং ও ময়নুদ্দীন মোড়ল গং বিদ্যালয়ের নামে জমি রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে বিদ্যালয়ের প্রয়োজনে জনাব আতিয়ার রহমান গং ও জনাব ফজলুল হক গং আরও কিছু জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করে দেন। অবশেষে ১৯৫৯ সালে জনাব এমএম সামছুল হক এবং স্থানীয় জনগণ ও ছাত্ররা স্বনির্ভরে বিদ্যালয়টি প্রস্তাবিত স্থানে স্থানান্তর তথা পুনঃর্নিমাণ করেন। এ বছরেই তৎকালীন মহাকুম




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *