রবিউল ইসলাম : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ দুর্বাবাটি বাধভাঙা এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সাতক্ষীরার আঞ্চলিক ভাষা চর্চা গ্রুপ (সাভাচ) ও সাভাচ ফাউন্ডেশন। বুধবার সকাল ১০টায় কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসকল খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় ইফতার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন সাভাচ ফাউন্ডেশনের সদস্য সেনাসদস্য ইব্রাহিম খলিল, ইব্রাহিম গাজী, খাদিজা পারভীন, মহিমা ময়না, ছকিনা হিরা, ইসহাক রনি, ফারুক হোসেন, কুমার মল্লিক, আবু মুছা, আলি হাসান সোহাগ সহ অত্র স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ। এসময় ৪৬টি মুসলিম পরিবারে ইফতার সামগ্রী হিসেবে চাল, ডাল, ছোলা, চিনি, সেমাই, টোষ্ট, খেজুর, মুড়ি, আলু, তেল ইত্যাদি বিতরন করা হয়। এবং ১০টা হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, পেয়াজ, মুড়ি, আলু ও তেল বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সাভাচ ফাউন্ডেশনের এডমিন গাজী হাসানুজ্জামান হাসান, রেজাউল ইসলাম ও জি,এম মোশাররফ হুসাইন রুবেল সহ সকল ডোনার সদস্য বৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *