শ্যামনগর প্রতিনিধি: রমজাননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোরায় গ্রাম পুলিশ মো: সফিকুল ইসলামের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা প্রদানে হয়রানী ও স্বজন প্রীতির অভিযোগ উঠেছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, সফিকুল গ্রাম পুলিশের পাশাপাশি মিস্ত্রীর কাজ করেন। নিয়মিত পরিষদে দায়িত্ব পালন না করলেও অন্য কাজ করে চলেছে। পরিষদের ট্যাক্সের টাকা উত্তোলনের দায়িত্ব নিজে পালন না করে পিতাকে দিয়ে উত্তোলন করান। পরিষদ কর্তৃক বিভিন্ন অনুদান বিতরণ ও তালিকা তৈরিতে রয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগ। বুধবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচী পালন করা হয়। সাধারণ মানুষ করোনার টিকার অনলাইন করে গ্রাম পুলিশ সফিকুলের নিকট জমা দেন। অনলাইন কপি জমা নিয়ে গ্রাম পুলিশ সফিকুল বুধবার সকলকে ইউনিয়ন পরিষদে যেতে বলেন। বুধবার ভোর হতে ইউনিয়ন পরিষদে বয়স্ক, অসুস্থ্যসহ নানা শ্রেণির সাধারণ মানুষ উপস্থিত হয়। পরবর্তীতে গ্রাম পুলিশ সফিকুল এসে অনলাইন কপি হতে নিজের খেয়াল খুশিমত চেয়ারম্যান স্বাক্ষরিত টোকেন প্রদান করেন। এ সময় অনেকে দাঁড়িয়ে থাকলেও কাউকে তোয়াক্কা না করে স্বজনপ্রীতি এবং হয়রানী করেন। অনেকে করোনা টিকার অনলাইন কপি চাইলে হারিয়ে গেছে বলে জানান। জানা যায়, ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের জন্য চেয়ারম্যান অগ্রাধিকারভিত্তিক ওয়ার্ড পর্যায়ে বিভক্ত করে তার স্বাক্ষরিত টোকেনের মাধ্যমে টিকা নিতে পরিষদে আসার জন্য ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নির্দেশনা প্রদান করেন। কিন্তু গ্রাম পুলিশ সফিকুল কাউকে তোয়াক্কা না করে করোনা টিকায় নানাভাবে হয়রানী ও স্বজনপ্রীতি করেন। এ বিষয়ে গ্রাম পুলিশ সফিকুল তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি করোনা টিকার টোকেন দেওয়ার কেউ নই। মেম্বরের মাধ্যমে টোকেন প্রদান করা হয়েছে। রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি দেখছি। গ্রাম পুলিশ সফিকুলের নানা অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে এলাকাবাসী পরিষদের অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি নজরে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

