সমাজের আলো : হরিণের মাংস সহ নৌকা আটক করেছে বন বিভাগ। শুক্রবার রাত ৮ টার সময় উপজেলার হরিনগর সিংহড়তলী চুনকুড়ী নদী থেকে উদ্ধার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি হরিণের মাংস সহ নৌকা আটক করে।তবে এ সময় কোন ব্যক্তি কে আটক করা সম্ভব হয়নি। বন বিভাগ সুত্রে জানাযায়, আসামীরা পালিয়ে যাওয়ার সময় ব্যাগ ভতি হরিণের মাংস নদী ফেলিয়ে দেয় নৌকায় থাকা ২ কেজির মত হরিণের মাংস পাওয়া যায়। চুনকুড়ীর ভারপ্রাপ্ত কমকতা মো: দাউদ মিয়া বলেন, গোপনে তথ্য ছিল যে হরিণের মাংস পাচার হবে।

